মো:ওয়াহিদ খান, কেরানীগঞ্জ ও ঢাকা প্রতিনিধি: রাজধানীর মালিবাগে অবস্থিত ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গাড়িটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, মালিবাগ ফ্লাইওভারের উপরে পুলিশের একটি গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়েছি আমরা। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের টিম যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Leave a Reply