মাহির আল মাহবুব, নিজস্ব প্রতিবেদক: আগষ্ট মাস জুড়ে চলছিলো অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নসশিপ ফুটবল প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা শুরু হয় ১৬ আগষ্ট ২০২৪ এবং বাংলাদেশ বনাম নেপাল ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হয় ২৮ আগষ্ট ২০২৪। এই প্রতিযোগিতায় অংশ নেয় দক্ষিন এশিয়ার শীর্ষ র্যাংকধারী দল, যাদের মধ্যে অন্যতম বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকা।
বাংলাদেশ অনূর্ধ্ব–২০ গ্রুপ স্টেজের প্রথম পাকিস্তানের সাথে পরিত্যক্ত হয়, শ্রীলংকার সাথে ২–০ গোলে জয় লাভ করে এবংনেপালের সাথে ২–১ গোলে পরাজিত হয়। গ্রুপ স্টেজ ম্যাচে পাকিস্তানের ২ টি ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে বাংলাদেশ ১ ম্যাচজিতেই অর্জন করে সেমিফাইনাল রাউন্ড এবং অন্যদিকে ভারত ভুটান ও মালদ্বীপের সাথে ১–০ গোলে জয় লাভ করে সেমিফাইনাল রাউন্ড কোয়ালিফাই করে। গ্রুপ ‘এ‘ থেকে বাংলাদেশ ও নেপাল এবং গ্রুপ ‘বি‘ থেকে ভারত ও ভুটান সেমিফাইনালে উঠে।
সেমিফাইনাল রাউন্ডে বাংলাদেশ অবিশ্বাস্যভাবে ভারতের সাথে মূল খেলায় ১–১ গোলে ড্র করে পেনাল্টি শ্যুটে বাংলাদেশ গোলকিপার মো: আসিফের জোড়া গোল ঠেকানো তে ৪–৩ গোলে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে পৌঁছায়। অন্যদিকে নেপাল বনাম ভুটান সেমিফাইনাল ম্যাচে ২ দল ড্র করে এবং পেনাল্টি শ্যুটে ৪–১ গোলে নেপাল ফাইনাল রাউন্ড নিশ্চিত করে।
প্রথমবারের মতো বাংলাদেশ বনাম নেপাল অনূর্ধ্ব–২০ ফাইনাল রাউন্ডে। প্রথমদিকে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছিলো ঠিক ৪২মিনিটের পর থেকে মিরাজুলের জোড়া গোল, তরুন খেলোয়াড় তামাং এবং রাব্বির ১ গোলে বাংলাদেশ ৪–১ গোলে সাফচ্যাম্পিয়নস হয়। এই জয় সারা বাংলাদেশের জন্যে গর্বের এবং প্রশংসনীয়।
ভ্যালুএ্যাবল প্লেয়ার হিসেবে মিরাজুল এবং সেরা গোলকিপার হিসেবে মো: আসিফ নির্বাচিত হোন।
Leave a Reply