মোঃ লতিফুর রহমান (লতিফ), স্টাফ রিপোর্টার: এই গাছগুলো সুন্দর্যবর্ধণ করতো আজিজুল হক কলেজের। গত বৃহস্পতিবার কলেজের সামনের চত্বরের একাধিক গাছ কোন কারণ ছাড়াই কেটে ফেলা হয়েছে। যখন আমি এই কলেজের ছাত্র ছিলাম তখন কলেজ রোভার স্কাউট লিডার হিসেবে ছাত্রদের প্রতিনিধিত্ব করেছি। আমার সুযোগ হয়েছিল কলেজের বেশ কিছু গাছ লাগানোর। সেসব গাছ এখন সুন্দর্য ধরে রেখেছে। প্রায়ত অধ্যক্ষ মহোদয় যথাক্রমে অধ্যক্ষ খলিল স্যার, অধ্যক্ষ ড. মছির উদ্দিন স্যার উদ্যোগ নিয়ে কলেজের স্কাউট ও বিএনসিসি সদস্যদের সহায়তায় কলেজ ক্যাম্পাসে শত শত গাছ রোপন করেন। আমারও সৌভাগ্য হয়েছিল এসব গাছ লাগানো কাজে সাক্ষি হিসেবে থাকার। এর একটি ছবি এখনো এর প্রমাণ বহন করছে। তবে শুধু পৃথিবীতে এখন আর নেই শ্রদ্ধেয় এই দুই অধ্যক্ষ স্যার। বিনা কারণে গাছ কর্তন করায় তাদের আত্মা নিশ্চয় কষ্ট পাচ্ছে।
Leave a Reply