মোঃ আতিকুর রহমান মিরন, মুলাদী: বরিশাল মুলাদী শহীদ আলতাপ মাহমুদ অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ জামাতে ইসলামি আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সাহায্য প্রদান ও দোয়া অনুষ্ঠান। হিজলা মুলাদী মেহেন্দিগঞ্জ তিন থানার আন্দোলনরত বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ৮ পরিবারের মাঝে নগদ ২ লক্ষ টাকা করে মোট ১৬ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। মাওলানা আবু সালেহ আমির মুরাদী উপজেলা সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যের সূচনা হয়। বক্তব্য দেন ছাজেন মাহমুদ প্লাবন( সমন্বয়ক মুলাদী উপজেলা) মোঃ আব্দুল কাদির জেলা শিবির সভাপতি। অধ্যাপক মোঃ নুরুল আমিন,(আমির হিজলা।) মোহাম্মদ শহিদুল ইসলাম,(আমির মেহেন্দিগঞ্জ) মাওলানা আবুল মালেক, (সেক্রেটারি মুলাদী) বিশেষ অতিথি :মোঃ আব্দুস সাত্তার খাঁন সাবেক সভাপতি বিএনপি। অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান হুমায়ুন, (সিনিয়র যুগ্ন আহবায়ক মুলাদী উপজেলা বিএনপি।) মোঃ কাজী কামাল হোসেন (সদস্য সচিব মুলাদী বিএনপি) মোঃ অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সূরা ও কর্ম বরিশাল মহানগর। মাওলানা সালাউদ্দিন কাওসার বিশিষ্ট ব্যাংকার। অধ্যাপক আব্দুল জব্বার আমির বরিশাল জেলা। অধ্যাপক জহির উদ্দিন মোঃ বাবর,আমির বরিশাল। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল,সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়েত ইসলাম।
প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা এমনি এমনি আসেনি হাজারের মত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত। বাংলাদেশ এই শহীদের কাছে চিরঋণী। তাদের মনের ইচ্ছা ছিল বৈষম্য বিরোধী একটি সোনার বাংলাদেশ গড়া, প্রতিটা বাঙালি তাদের কাছে দায়বদ্ধ। দীর্ঘদিনের গণতন্ত্র অবরুদ্ধ স্বৈরাচারী ফেটিস্ট সরকারকে পরাস্ত করার জন্য যে ছাত্র জনতার আন্দোলন জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে পুরো বাংলাদেশ একটি কারাগারে বন্দি ছিল। আজকে বাংলাদেশ নতুন একটি স্বাধীন দেশ।মুক্তি পেয়েছে সকলের বাকশক্তি। এই শহীদের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যেতে হবে। আর যেন বাংলাদেশ বৈষম্যের শিকার না হয়। আল্লাহ পাকের অশেষ মেহেরবান স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের চারদিন পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। আল্লাহপাকের রহমতে স্বৈরাচার শেখ হাসিনা পদতা করে দেশত্যাগের বাধ্য হয়েছে। এমন নজির বাংলাদেশের আর কখনো হয়নি। আমাদের সকলের ধৈর্য ধারণ করে দেশ গঠনে সহযোগিতা করতে হবে। আয়না ঘরের কথা উল্লেখ করতে গিয়ে বলেন কত নেতাকর্মী এই আয়না ঘরে টর্চার ছেলে বন্দী ছিল।শেখ হাসিনার সৃষ্টি এই আয়না ঘর। খুনি শেখ হাসিনার বিচার দাবি করছি।
Leave a Reply