আঃকরিম সোনারগাঁ প্রতিনিধি, ( নারায়ণগঞ্জ) :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন যাবত নারী পুরুষের অসামাজিক কাজ হওয়া এবং মাদক ব্যবসার আখড়া হিসেবে পরিচিত মাজারকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গত রোববার (২৫ আগষ্ট) বিকেলে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের পশ্চিম সনমান্দি গ্রামের আয়না দরগাহ নামের মাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় পশ্চিম সনমান্দি গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক বলেন”এই আয়না দরগা মাজারটিতে দীর্ঘ বছর যাবত বিভিন্ন এলাকার নারী পুরুষ এসে মাঝে মধ্যেই অনৈতিক কাজে লিপ্ত হয়। কিছুদিন আগেও আমরা হাতেনাতে তার প্রমাণ পেয়েছি। তাছাড়া এখানে রাত হলেই মাদকের হাট বসে। মাজারে মাদক ব্যবসায়ীরা এসে মাদক বিক্রি করায় এই এলাকার যুব সমাজ নস্ট হয়ে যাচ্ছে। কিছুদিন পর পর মাইক বাজিয়ে অশ্লিল গান বাজানো হয়। এসব কাজে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে একাধিকবার বাঁধা দিলেও তারা মানেনি। অবশেষে অতিষ্ঠ হয়ে এলাকার বিক্ষুব্ধ জনতা এই মাজার নামের মাদকের আখড়া গুঁড়িয়ে দিয়েছে।
ওই এলাকার মসজিদের ঈমাম মিজানুর রহমান বলেন”এই মাজারের সাথেই একটি মাদ্রাসা,কবরস্থান ও ঈদগাঁ রয়েছে।অথচ নারী পুরষরা এখানে এসে দিনের পর দিন অসামাজিক কার্যকলাপ করছে।এলাকার লোক বাঁধা দিলেও মাজারে মাদক ব্যবসা ও অসামাজিক কাজ বন্ধ না হওয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ এই মাজারটি গুঁড়িয়ে দিয়েছে।
Leave a Reply