নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের শিক্ষা, মেধা ও নৈতিকতা ধ্বংসকারী শিক্ষা কারিকুলাম ২০২১ বাতিলের মৌখিক ঘোষণার জন্য শিক্ষা উপদেষ্টা কে ধন্যবাদ জানিয়েছে সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ। রবিবার বেলা ৩ টায় শিক্ষা উপদেষ্টার সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাক্ষাৎ করে, এক স্মারকলিপি প্রদানের মাধ্যমে সচেতন অভিভাবক সমাজ বাংলাদেশ এর সদস্যরা এই ধন্যবাদ জানান । সেই সাথে যতদ্রুত সম্ভব কারিকুলাম ২০২১ বাতিল ঘোষণার জন্য গুরুত্ব আরোপ করে সংগঠনটি । সেই সাথে চলতি বছর পরীক্ষা গ্রহণ বিষয়ে, ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দ্রুত সময়ের মধ্যে বই প্রনয়নের জন্যও গুরুত্ব আরোপ করা হয় । সেই সাথে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা, মেধা ও নৈতিকতা ধ্বংসকারী কারিকুলাম প্রনয়নকারী এবং এই বিষয়ে প্রতিবাদ করায়, যে মিথ্যা মামলা করা হয়েছে, তা প্রত্যাহারের জন্য এবং মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ জনগণকে হয়রানির সাথে জড়িতদের শাস্তি দাবী করা হয় । শিক্ষা কারিকুলাম বিষয়ে পরবর্তী করনীয় কেমন হওয়া উচিত সেই বিষয়েও স্মারকলিপিতে সংগঠনটি তাদের নিজস্ব পরামর্শ প্রদান করে । স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা রাখাল রাহা, সংগঠনটির আহবায়ক মোঃ আবু মুসলিম বিন হাই, সদস্য সচিব মোহাম্মাদ সেলিম, কুমিল্লা জেলা বিষয়ক আহবায়ক ডাঃ মোঃ আরিফ মোর্শেদ খান, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক বৃন্দ যথাক্রমে এবিএম জাকারিয়া রাজিব, আফসার উদ্দিন, তাহেরা বেগম রুপা, মিসেস রানী বেগম, তাসনিম ফাতেমা লতা, ফাহমিদা পারভীন, মারজান আকতার, জেসমিন আকতার, সাবিনা আক্তার প্রমুখ ।
Leave a Reply