নিজস্ব প্রতিবেদক: বগুড়া শাজাহানপুরে আমরুল ইউনিয়নের মাড়িয়া চরপাড়া গ্রামে বাদশা মিয়া নামের ষাটোর্ধ বৃদ্ধকে শিশু ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম্য শালিশী বৈঠকে বিএনপি নেতা বাদশা সরকার ও তমেজ হাজীর নির্দেশে সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি কর্তৃক বেধড়ক মারপিটে হত্যা করা হয়েছে। নিহত বাদশা মিয়া ওই গ্রামের মৃত রমযান আলীর পুত্র। ঘটনার বিবরণ, স্থানীয় ও থানাসূত্রে জানাগেছে ২৫ আগস্ট রোববার রাত ৯ টায় মাড়িয়া চরপাড়ায় শালিশ বৈঠক বসে। শালিশে নিহত বাদশা মিয়ার নামে শিশু ধর্ষণের মিথ্যা অভিযোগ এনে মিমাংসা করার জন্য ৩ লাখ টাকা দাবী করে বিচারকমন্ডলী। সেখানে বিচারকের দায়িত্বে ছিলেন বিএনপি নেতা বাদশা সরকার, তমেজ হাজী, সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি সহ আরো অনেকে। প্রায় দু’শেো লোকের উপস্থিতিতে বৈঠক হয়। টাকা দিতে অপারগ হওয়ায় বিচারকগণ বাদশা মিয়াকে শাস্তিস্বরুপ উপস্থিত লোকজনের সামনেই দশহাত নাকে খত দেয়া সহ শতবার কানধরে উঠবস করায়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন বাদশা মিয়া ও তার পরিবার। এতেই তারা ক্ষ্যান্ত হয়নি। বিচারকমন্ডলী তাকে লাঠিপেটা করার নির্দেশ দেয়। নির্দেশ মোতাবেক আমরুল ইউপির সাবেক সদস্য মতিউর রহমান মতি বাদশা মিয়াকে বেধড়ক মারপিট করায় সে অসুস্থ হয়ে পড়ে। পরের দিন ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারের সদস্যরা জানায়, মিথ্যা অপবাদ দিয়ে বাদশা সরকার, তমেজ হাজী, মতি মেম্বার ও তাদের লোকজন আমাদের কাছে তিনলাখ টাকা দাবি করে। টাকা না দেয়ায় তারা মারপিট করে বাদশা মিয়াকে হত্যা করেছে। আমরা খুনিদের ফাঁসি চাই। শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তারা ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানায়।
Leave a Reply