ফারুক হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শালগড়া টাঙ্গন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ১৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে শিক্ষার্থী ও অভিভাবকরা এই বিক্ষোভ মিছিল করে এবং বিদ্যালয়টির সামনে তিন ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিল শেষে প্রধান শিক্ষক মোজহারুল ইসলামকে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা প্রায় চার ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কায়সার আহাম্মেদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উল্লেখ্য যে, প্রধান শিক্ষক মোজহারুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ একাধিক অভিযোগ তুলেন এলাকাবাসীরা।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মোজহারুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হয়নি।
এ বিষয়ে পীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ জানান, বিষয়টি আমি শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply