পর্ব ৩ঃ
আমার প্রাথমিক শিক্ষার সময়কাল ১৯৫৬ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত। সেই সময় আমার বা আমাদের শিশু মনে স্যারদের চালচলন আচার আচরণ পোশাক পরিচ্ছদ সব কিছু গভীর রেখাপাত করেছিল। আমরা স্যারদের সবসময় অনুকরণ করার চেষ্টা করতাম এবং স্যারদের অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী মনে করতাম এখনও করি। তখন সব স্যারই অত্যন্ত দায়িত্বশীল ছিলেন। পাঠদানের ব্যাপারে কোন স্যারের মধ্যে কোন অবহেলা বা কোন ফাঁকি ছিলো না।অত্যন্ত আন্তরিকভাবে ওনারা ছাত্রছাত্রীদেরকে সঠিক পাঠদানের মাধ্যমে শিখানোর চেষ্টা করতেন।লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের আচার আচরণ চরিত্র গঠন ইত্যাদি ব্যাপারে উদ্ভুদ্ধ করতেন। পড়ালেখা ছিলো মূলত মুখস্থভিত্তিক।
শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি দেয়া হতো। শাস্তির ধরণ ছিলো কান ধরে ওঠাবসা করা, নাকে খত দেয়া, অন্য কাউকে দিয়ে কান মলে দেয়া, নিলডাউন করানো ইত্যাদি। তবে এসব শাস্তি প্রদানে ছাত্রছাত্রী বা অভিভাবক কোন পক্ষেরই কোন আপত্তি বা অভিযোগ থাকতো না।
প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) কাশিয়ানী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়
Leave a Reply