নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বাবুসহ ২১৫ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে খুলনায় পৃথক দুটি মামলা হয়েছে। এসব মামলায় খুলনার সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসির (১৫ জন) ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়।
শুক্রবার রাতে খালিশপুর থানায় মামলা দুটি দায়ের করেন ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কাজী ইকরাম মিন্টু।
শেখ দবিরের দায়ের করা মামলায় (১১০ জনের) নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় ২০২২ সালের ২৭ আগস্ট ৯ নং ওয়ার্ড বিএনপি অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।
কাজী ইকরাম মিন্টুর মামলায় (১০৫ জনের) নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ২০২৩ সালের ২২ অক্টোবর ১৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।
খালিশপুর থানা সূত্রে জানা যায়, মামলা দুটি রেকর্ড করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply