কাইয়ূম শরীফঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নিহত আরাফাত সাবিত ও বাবু মোল্লার পরিবারের সাথে দেখা করতে তাদের গ্রামের বাড়ীতে যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
বৃহস্পতিবার ২২ আগষ্ট বিকালে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুকসুদপুরে আসেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রামের আরাফাত মুন্সী, উজানী ইউনিয়নের ডীগ্রীকান্দী গ্রামের সাবিদ হোসেন।
এসময় বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত করেন এবং বিএনপি ভরপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন ও ভবিষ্যতে যে কোন প্রয়োজনে আরাফাত ও সাবিদের পরিবারের পাশে থাকবেন বলে শহীদদের স্বজনদের আশ্বস্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিক উজ্জামান, জেলা বিএনপি সদস্য ড. কে এম বাবর, এ্যাড. তৌফিক ইসলাম, সদর উপজেলা বিএনপি আহবায়ক শিকদার লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপ্টন, সাধারন সম্পাদক রেশেকুজ্জামান পলাশ, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক যুবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি আশিক মুন্সি, সাধারণ সম্পাদক মোঃ শাকিল শরীফ, মুকসুদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মোহসিন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ।
Leave a Reply