মোঃ লতিফুর রহমান (লতিফ): বগুড়া জেলা বিএনপির অফিসে পতিত স্বৈরাচারী সরকারের১৫ বছরের সুবিধাভোগী বগুড়া প্রেস ক্লাবের বহিষ্কৃত সদস্যরা কি ভাবে জেলা বিএনপির নেতৃত্বের সাথে সভা করে?তবে কি আওয়ামীলীগের সুবিধাভোগী দালাল সাংবাদিকদের পূনবাসনের দায়িত্ব বগুড়া জেলা বিএনপি নিয়েছে?গত১৫বছর এরা শুধু আওয়ামী লীগ সরকারের দালালীই করেনি,উপরোন্ত বিরোধী দল বিএনপি’কে ন্যাক্কারজনক ভাবে অপদস্ত ও ভাবমূর্তি সংকটে নিপতিত করার পাশাপাশি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে স্ব-স্ব মিডিয়ায় মিথ্যা নিউজ প্রকাশ করেছে।এদের নিলজ্জ ভাবে বিরোধীদলের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচারের দায় কে নিবে জাতি তা জানতে চায়?সকল দলের নেতৃবৃন্দ কে এই অপশক্তির গা ঢাকা-দাওয়া সহযোগিতা থেকে বিরত থাকার জন্য বগুড়া প্রেসক্লাবের তথাকথিত সারা বাংলাদেশের মানুষের প্রতি সজাগ দৃষ্টি করছি।
Leave a Reply