নিজস্ব প্রতিবেদক: ‘বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে রাজধানী ঢাকায়। সেই সংগঠনের আদলে বৃহস্পতিবার ‘বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন’ বগুড়া জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান সমন্বয়ক মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, সমন্বয়ক দৈনিক সংগ্রাম পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ,দ্যা নিউ নেশন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি তানভীর আলম রিমন, সমন্বয়ক জাতীয় দৈনিক স্বাধিন সংবাদ পত্রিকায় বগুড়া ব্যুরো প্রধান শাহ্ মেহেদী হাসান লিটন, সমন্বয়ক হারুন অর রশিদ তালুকদার(দৈনিক আমার সুন্দর দেশ)সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। চলমান আন্দোলনকে আরো বেগবান করতে নবগঠিত কমিটি জোড়ালো ভাবে কাজ করে যাবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয় ।
Leave a Reply