স্টাফ রিপোর্টার: সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় সাভারের সাবেক দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃএনামুর রহমানকে প্রধান করে ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে নিহতের বাবা মোঃ আলমগীর সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গনি,ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর,ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ চৌধুরী, সাভার উপজেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সুজন,সোহেল রানা।
মামলার সব আসামীরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ ই আগষ্ট সকালে আশুলিয়া আউকপাড়া এলাকার ভাড়া বাসা থেকে বেরিয়ে কিছু পন্যসামগ্রি কিনতে সাভার বাসস্ট্যান্ডে যান শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ও হামলা চালায় আসামীরা।এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার যান শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ শাহজামান বলেন, আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের বাবা ৩২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply