মোঃ জন্নাতুল নাঈম, বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ রবিবার (১৮ আগষ্ট) সকাল ১১ ঘটিকায় সময় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা মানব বন্ধন করে, এবং মিছিল নিয়ে মহাস্থানের প্রধান সড়ক গুলো ঘুরে কলেজের শহীদ মিনারে কাছে এসে তারা মানব বন্ধন শেষ করে। শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে।
মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ প্রামানিকের নামে বিভিন্ন ভাবে টাকা আত্মসাৎতের অভিযোগ করেছে, শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানব বন্ধনের বিষয়ে শিক্ষার্থীদের সাথে কথা বললে, তারা জানান কলেজে ভর্তি থেকে শুরু করে,যে কোন পরিক্ষার ফি সহ অর্নাস ও ডিগ্রির ফরম ফিলাপের টাকা অনান্য কলেজের থেকে অতিরিক্ত বেশি নেয়। যা সকল শিকার্থীদের পক্ষে টাকা দেয়া সম্ভব হয না, যদি টাকা কমানোর জন্য অধ্যক্ষের কাছে গেলে তিনি বলেন যদি নিধারিত টাকা দিয়ে ফরম ফিলাপ করতে না পারো, তাহলে পরিক্ষা দেয়া বা পড়ার দরকার নাই। পরে বাধ্য হয়ে শিকার্থীদের অতিরিক্ত টাকা দিয়ে ফরম ফিলাপ করতে হয়। এমনত অবস্থায় শিক্ষার্থী ও শিক্ষক, শিক্ষিকার একটাই দাবি কলেজের অধ্যক্ষের পদত্যাগ। কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজের শিক্ষক ও কর্মচারিরা প্রায় ১৫০ জন বগুড়া সাতমাথায় মানব বন্ধন করেন।
Leave a Reply