নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন বরিশাল জেলার মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ রিয়াজ। তার বাড়ী হিজলা উপজেলায়।
মোঃ রিয়াজের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য আঃ ছত্তার খান। এক শোক বাণীতে তিনি বলেন, একটি স্বৈরাচার সরকারের পতন ঘটাতে এবং ছাত্রদের ন্যায় সংগত দাবী প্রতিষ্ঠায় জীবন দিয়েছে মোঃ রিয়াজ। তার এই আত্বত্যাগ বাংলাদেশের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। তিনি শহীদ রিয়াজের পরিবারের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply