নিজস্ব প্রতিবদক: ‘বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে রাজধানী ঢাকায়। সেই সংগঠনের আদলে বৃহস্পতিবার ‘বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন’ বগুড়া জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান সমন্বয়ক মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর, সমন্বয়ক দৈনিক সংগ্রাম পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ,দ্যা নিউ নেশন পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি তানভীর আলম রিমন, সমন্বয়ক জাতীয় দৈনিক স্বাধিন সংবাদ পত্রিকায় বগুড়া ব্যুরো প্রধান শাহ্ মেহেদী হাসান লিটন, সমন্বয়ক হারুন অর রশিদ তালুকদার(দৈনিক আমার সুন্দর দেশ) সমন্বয়ক আতিকুর রহমান সোহাগ(এনটিভি) সমন্বয়ক মৌসুমী আক্তার(দৈনিক মহাস্থান)সহ ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সমন্বয়কগণ হলেন, শামীম আহমেদ (দৈনিক প্রত্যাশা প্রতিদিন) ফেরদৌস রহমান (নিউ নেশন)সুমন সরদার,এনাম আহমেদ বাবু (রাইজিংবিডি) ইমরান হোসাইন লিখন (যায়যায়দিন) পারভিন লুনা(শেয়ারবিজ)সাহান রুহুল (দৈনিক সাতমাথা) এমদাদ হোসেন (এনটিভি)এটিএম সাদেকুর রহমান লিটন (দৈনিক পাঞ্জেরী)মিনির হোসেন ( ক্যামেরাপারসন মোহনা টিভি) আব্দুল ওয়াহেদ ফকির (দৈনিক মুক্তজমিন) কামরুজ্জামান মোমিন (দৈনিক বাংলাদেশ সমাচার) রফিকুল ইসলাম রকি( ক্যামেরাপারসন একুশে টিভি)এস এম শিরাজ( দৈনিক সাতমাথা)জিয়া আলম(দৈনিক সাতমাথা) রাকিবুল হাসান শান্ত (দৈনিক প্রত্যয়)সামিদুল ইসলাম,ও আব্দুল মজিদ (মুক্তবার্তা) ।চলমান আন্দোলনকে আরো বেগবান করতে নবগঠিত কমিটি জোড়ালো ভাবে কাজ করে যাবে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয় ।
Leave a Reply