নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া, চট্টগ্রাম :- গত ৫ ই আগষ্ট ২০২৪ ইং ছাত্র জনতার আন্দোলনে শত শত শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীন বাংলাদেশের সুফল ভোগে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা রাজপথে মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে, স্বাধীন ভাবে দেশের জন্য, সাধারণ মানুষের জন্য, নিজ নিজ দলের আদর্শ বাস্তবায়নের জন্য অবিরাম অন্তহীন কাজ চালিয়ে যাচ্ছে, সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছে ছাত্র জনতার পাশাপাশি বিএনপি ও জামাতের সাংগঠনিক কার্যক্রম।
মাট পার্যায়ে বিএনপি ও জামাতের যেসমস্ত নেতাকর্মী আওয়ামী লীগের ছত্রছায়ায় আশ্রয় লীগে ও সুবিধা লীগের সাথে সম্পৃক্ত না-হয়ে দলের জন্য, দেশের জন্য, খুনি হাসিনার পতনের জন্য দিন রাত ফেইসবুক ও রাজপথে সংগ্রাম করে জেল জুলুম মামলা ও হামলার শিকার হয়ে ছিল তারা আজ দলের নেতাদের কাছে গুরুত্ব হীন হয়ে পড়েছে, বিএনপি ও জামাতের ইউনিয়ন ও উপজেলার নেতারা সুবিধা লীগ ও আশ্রয় লীগ থেকে চাঁদাবাজী শুরু করে দিয়েছে ব’লে ইতিমধ্যে তৃনমুল পর্যায়ের কর্মীরা মন্তব্য করতে গুঞ্জন শুরু করে। লোহাগাড়া উপজেলা পদুয়া ইউনিয়নের নোয়াপাড়ার এনামুল হক ও আলী সিকদার পাড়ার নুরুল ইসলাম সিকদার প্রকাশ্য আওয়ামী লীগের ছত্রছায়ায় সুবিধা লীগ ও আশ্রয় লীগের হয়ে দির্গদিন নিরাপদ ব্যবসা বানিজ্য করে আজকে আবার জামাত ইসলামের কর্মকাণ্ডের প্রথম সারিতে,এই প্রতিবেদকের মাধ্যমে জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির কাছে তদন্তের মাধ্যমে বিচার দাবি করে।
বিএনপির লোহাগাড়া উপজেলার সাবেক সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী দির্গদিন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দুরে থাকায় ত্যাগী নেতাকর্মীদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেজন্য দলের আহ্বায়ক পদে নাজমুল মোস্তফা আমিন দায়িত্ব পেলে,তৃনমুলের ত্যাগী কর্মীরা প্রায় নাজমুল মোস্তফা আমিন এর নেতৃত্বে মাটে ময়দানে আন্দোলন করে গেছে, পাশাপাশি সাবেক সাধারণ সম্পাদক খোকন চৌধুরীর নেতৃত্বে কিছু সংখ্যা ত্যাগী নেতাকর্মী মাটে ময়দানে আন্দোলন সক্রিয় ছিল, হঠাৎ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবার চিন্তা করে লোহাগাড়া মোটর স্টেশনে বিশাল শোডাউন করে আসহাব উদ্দীন চৌধুরী, সেখানে বিভিন্ন ইউনিয়ন থেকে ঝিমিয়ে পরা বিএনপির নেতাকর্মীদের জড়ো করে এবং আওয়ামী লীগের চাদাবাজ মামলা বাজদের ভবিষ্যৎ সহযোগিতার আশ্বাসে যোগদানের আহবান করে। আসহাব উদ্দীন চৌধুরীর নেতৃত্বাধীন বিজয়ের শোডাউনে আওয়ামী লীগের সক্রিয় নেতারা অংশ গ্রহণ করা নিয়ে তুমুল ঝগড়াঝাটি হয় পদুয়া যুবলীগের রেজাউল করিম ও গাজী নোমান সহ আরো অসংখ্য আওয়ামী লীগ অংশ নিয়েছে।
এই নিয়ে তৃনমুল পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা ক্ষোভে ফুসে জলছে, কয়েকদিন আগে বিএনপির কেন্দ্রীয় নেতা রূহলকবির রিজভী সাক্ষরিত চিটি ইসু করে, সুবিধা লীগ যেন দলে স্হান না পায়, নতুন ভাবে দলে যোগদান না করাই। এই প্রতিবেদকের মাধ্যমে বিএনপির তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা দলের হাইকমান্ডের সুদৃষ্টি কামনা করেন। ইতিমধ্যে লোহাগাড়া উপজেলা বিএনপির ও জামাতের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা ফেইসবুকে ত্যাগীনেতাদের মূল্যায়নের দাবী জানাচ্ছে এবং সুবিধা লীগ, আশ্রয় এবং পশ্রয় লীগ বয়কটের দাবি করছে।
Leave a Reply