নিজস্ব প্রতিবেদক: গত ১৭ আগস্ট ২০২৪ খ্রি. ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সাগরকন্যা কুয়াকাটার হোটেল গ্রেভারইন এর হল রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়াকাটার প্রতিনিধি ও স্থানীয় শিক্ষক সমাজ,
রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ আনছার উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ,
অতিরিক্ত পুলিশ সুপার(পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত) সহ কুয়াকাটার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুয়াকাটার প্রতিনিধি,কমিউনিটি পুলিশের সদস্য বৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন স্টেকহোল্ডারগন।
উক্ত সভায় আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ভুমিকা রাখার জন্য তরুণ প্রজন্মকে ধন্যবাদ ও বিভিন্ন অনুপ্রেরণা দেয়া হয়। কুয়াকাটার স্পট ভিত্তিক আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ছাত্রদের সহ সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়। কুয়াকাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠান করার জন্য আগত অতিথিবৃন্দ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময়ে পুলিশ সুপার মহোদয় কুয়াকাটার ছাত্র প্রতিনিধিদের সহ সকল কমিউনিটিকে সাথে নিয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ও ট্যুরিজম শিল্পের উন্নয়নে নিরাপত্তা সংক্রান্ত সকল কাজে ট্যুরিস্ট পুলিশকে সহায়তা করার জন্য অনুরোধ করেন।
Leave a Reply