মুকসুদপুর প্রতিনিধিঃ পালাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে, উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণ হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দুইদিন ব্যাপি অবস্থান কর্মসূচির প্রথমদিনে আজ বুধবার মুকসুদপুর উপজেলার সোনালি ব্যাংক মোড়ে সকাল থেকেই নেতাকর্মীরা অবস্থান করেন। এবং কেন্দ্রীয় যুবদলের দুদিন ব্যাপি ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করে মুকসুদপুর উপজেলা ও পৌর যুবদল। এসময় কর্মসূচিতে যোগ দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ও কেন্দ্রীয় যুবদলের সদ্য সাবেক সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহামুদুল হাসান বাপ্পি।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, বিএনপি নেতা ওহিদুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, মাহফুজ হাসান, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, সদস্য সচিব আব্দুল কাইয়ূম শরীফ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি রইন, সাধারণ সম্পাদক যুবায়ের সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
Leave a Reply