নিজস্ব প্রতিবেদকঃ দেশ পরিচালনায় উপদেষ্টা পরিষদের শপথ হয়েছে ৮ আগস্ট রাতে বঙ্গভবনে। সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ড, মুহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টা পরিষদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুলাদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য মোঃ আঃ ছত্তার খান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ছাত্র- জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পতন হয়েছে একটি স্বৈরাচার সরকারের। দায়িত্ব নিয়েছে নতুন উপদেষ্টা পরিষদ। আমি আশা করি যোগ্য এই উপদেষ্টা পরিষদ যথাসময়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিকরা সরকার উপহার দিবে। দেশ থেকে সন্ত্রাস ও অপরাধ বিতাড়িত করবে। ছাত্র- জনতার দাবীকে মুল্যায়ন করে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে। তিনি আরও বলেন উপদেষ্টা পরিষদের সকল ইতিবাচক কর্মসুচি সফল করতে এ দেশের ছাত্র- জনতা ও সাধারণ মানুষ সর্বাত্মক সহযোগিতা করবে।
Leave a Reply