ইমন তালুকদার
তুমি বন্ধু প্রাণের প্রিয়ো
তুমি প্রিয়ো কবি,
বাংলা মায়ের সূর্য সন্তান
আঁধার ঘরে রবি।
তুমি বন্ধু __মিষ্টিভাষী
সরল তোমার ভাষা,
গরিব দুঃখী ভালো থাকুক
এইটাই তোমার আশা।
চলার পথে পথের পথিক
সে-ও তোমার প্রিয়ো,
ভালবেসে ধরার বুকে
হৃদয়ে ঠাঁই দিয়ো।
ভোগী কভু হয় না সুখী
গুণীজনে কহে,
ত্যাগে মাঝে___ইতিহাসে
অমর হয়ে রহে।
মানুষ কভু হয় না বন্ধু
পাহাড়সম ধনে,
ভালোবাসার প্রতিদানে
তুমি রবে মনে।।