প্রতিনিধি, লোহাগাড়া, চট্টগ্রাম : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং নৈরাজ্য প্রতিরোধে গণমিছিল ও সমাবেশ করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে গণমিছিলটি আমিরাবাদ পুরাতন বিওসি এলাকা থেকে শুরু হয়ে আমিরাবাদ স্টেশন প্রদক্ষিণ করে লোহাগাড়া উপজেলা পরিষদ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আবু সেলিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। এ সময় লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শাহ আলম মেম্বার, মামুন মেম্বার, শাব্বির মেম্বার, আবুল হাসেম,জাহাঙ্গীর মেম্বার, এডভোকেট এহাছান, রফিক কোম্পানি, তাজ উদ্দিন মোরশেদ, আনোয়ার, কায়েস, রিয়াদ, শহিদ,জয়, সহ প্রায় ৭ থেকে ৮ হাজারের বেশি সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে কমিটি গঠন করে কাজ করছি। দুষ্কৃতকারীরা কোনোভাবেই যেন অরাজকতার সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের কোন নেতাকর্মী যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা অরাজকতা সৃষ্টির চেষ্ঠা করে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply