নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোঃ সাহিদুর রহমান টেপা বলেছেন, গনমানুষের প্রত্যাশা সেনা প্রধানের নেতৃত্বে সারাদেশে দুর্নীতি বিরোধী অভিজান পরিচালনা করলে ধীরে ধীরে বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত ও আলোকিত বাংলাদেশ। তিনি আরও বলেন, বিগত ১৫ বছর যাবৎ আঃ লীগ নানমুখী দুর্নীতি করে দেশকে রসাতলে দিয়েছে। বিদেশে বাড়ী গাড়ী করেছে, বেগমপাড়ায় অট্ট্রালিকা ও প্রমোদ ভবণ বানিয়েছে। দেশের ব্যাংক থেকে ভূয়া কাগজপত্র দেখিয়ে কোটি কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংগুলোকে দেউলিয়া বানিয়েছে। তৃণমূল পর্যন্ত দুর্নীতিতে ছেয়ে গেছে।
একজন ওয়ার্ড আঃলীগের নেতাও হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। সারাদেশে বিগত ১৫ বছর যেন একটি হরিলুটের রাজত্ব করেছে আঃ লীগ। তাদের অত্যাচারে নিজ দেশেই পরাধীন হয়ে গেছে সাধারণ মানুষ। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার দাবী‘র মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। ইতিমধ্যে দুর্নীতি বিরোধী অভিযানও শুরু হয়ে গেছে । দেশ রক্ষায় সেনা প্রধানের ভূমিকাকে সাধারণ জনগণ ও রানৈতিক দলগুলো স্বাগত জানিয়েছেন। মোঃ সাহিদুর রহমান টেপা গণমাধ্যমকে আরও বলেন, আমরা চাই দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত উন্নয়নশীল একটি আলোকিত বাংলাদেশ।
Leave a Reply