মুহাম্মদ মতিন স্টাফ রিপোর্টার: বগুড়ায় আন্দোলনকারীদের সাতমাথায় প্রবেশ করায়। বগুড়ায় চলমান অসহযোগ আন্দোলনে ‘গুলিবিদ্ধ’ হয়ে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের তিন নম্বর রেল গুমটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলিবিদ্ধ হয়ে ওই যুবক নিহত হয়েছেন। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছি। এছাড়া আরও ৯জন আহত অবস্থায় চিকিৎসাধীন। এদের কেউ গুলিবিদ্ধ আবার অন্য কিছুতে আঘাতপ্রাপ্ত।’ এদিকে, সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল বলেন, ‘আমাদের হাসপাতালে দুইজন আহত অবস্থায় ভর্তি হয়েছে।’
Leave a Reply