মোঃ জান্নাতুল নাঈম
স্বাধীন দেশে স্বাধীনতা চেয়েছি, পাইনি আমি স্বাধীনতা
পেয়েছি আমি আমার ভাইয়ের বুকের তাজা লাল রক্ত
স্বাধীন দেশে পেয়েছি রক্তে মাখা লাল সবুজের পতাকা।
স্বাধীন দেশে আমার ভাইয়ের রক্ত লাল, ঘুম আসে না ঘরে।
সত্য ন্যায়ের পথে আছি,
লড়বো আমরা সবাই।
রক্ত যখন দিয়েছি আরো দিবো, আবার নতুন করে স্বাধীন করবো দেশকে।
পড়ার টেবিলে মন বসে না,
সেদিনের কথা ভুলতে পারি না।
শহীদ আবু সাঈদের রক্তের বিনিময়ে আবার স্বাধীন করবো দেশকে।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে কথা বলতে চাই।
আবু সাঈদ, মুগ্ধ, রিয়া তোমাদের এই বাংলাদেশ।
কানে ভেসে আসে, পানি লাগবে ভাই পানি,
আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না
পোশাককে সম্মান করি, তোমাদের আমরা ভাই মানি।
তবে কেন তোমার ভাইয়ের বুকে গুলি চালাও
গুলে চলবে কেন? জবাব চাই, জবাব দাও
সোনার বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ
লাল সবুজের দেশ, আমার ভাইয়ের তাজা রক্তের দেশ,
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।
Leave a Reply