1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জ জেলা আওয়াামী লীগের উদ্যোগে শোক র‌্যালী অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ, সপ্তম দিনেও ক্লাসে ফেরেননি শিক্ষকরা ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদে  মানববন্ধন ও বিক্ষোভ মুকসুদপুরে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত বাঞ্ছারামপুরে বৈশাখ জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে জনপ্রিয় ফল তালের শাঁসে স্বস্তি গল্লামারী সেতু : বাড়তি ১৪ কোটি টাকা আবদার ঠিকাদারের, ৮ মাস স্থবির কাজ কোস্ট গার্ড অভিযানে অবৈধভাবে ধৃত সাড়ে ৭ লক্ষ টাকা মূল্যের ২ হাজার ৫ শত কেজি সামুদ্রিক মাছ জব্দ নাগরপুরে ইউপি চেয়ারম্যান শওকত আলী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় থমকে গেল জীবনের গতি, সবার সাহায্যে বাঁচতে চায় আগৈলঝাড়ার -নাসিমা বেগম ময়মনসিংহের ধোবাউড়ায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন ডিসি মুফিদুল আলম সিদ্ধিরগঞ্জে সিএনএন বাংলা টিভির এমডির গাড়ী থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক-১

সুনামগঞ্জ জেলা আওয়াামী লীগের উদ্যোগে শোক র‌্যালী অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৯৩ দেখেছেন

সুনামগঞ্জ প্রতিনিধি: ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার মধ্যে দিয়ে স্বাধীনতা বিরোধী চক্রটি এই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করেছিল। কিন্তু তার সুযোগ্য কন্যা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আজ মাস আগস্ট শোকের মাস সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর শহরের প্রমিজ বিপনিস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে শোক র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক।

প্রধান বক্তার বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ইস্যু করে সাধারণ শিক্ষার্থীদের কাঁধে ভর করে জামায়াত বিএনপি চক্র সরকার উৎখাতের পরিকল্পনা করছে। জামায়াত বিএনপি চক্রের প্রধান উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দেশে আবারও স্বাধীনতা বিরোধীশক্তিদের ক্ষমতায় নিয়ে আসা। দেশের মানুষ বিএনপি জামায়াতের ষড়যন্ত্র বুঝতে পেরেছেন। এজন্য আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিয়ে চাই আর যদি দেশে কোন ধ্বংসযজ্ঞ কিংবা অগ্নি সন্ত্রাস করা হয় তাহলে সাধারণ জনগণকে নিয়ে আগামীতে যেকোনো চ্যালেঞ্জ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ রাজপথে থেকে মোকাবেলা করবে।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, সুনামগঞ্জে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোন সমস্যা নেই। জামায়াত শিবির সুনামগঞ্জের রাজপথে বের হতে পারে না এবং পারবেও না। যেকোনো ধরনের নাশকতা দমনে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ প্রস্তুত রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাদের বখত, সহ-সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সহ-সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, শংকর চন্দ্র দাস, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাস, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, শাহারুল আলম আফজাল, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহসভাপতি ঝন্টু তালুকদার, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু সহ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com