মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ শনিবার (২০ জুলাই) বগুড়া শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউপির সেকেন্দ্রাবাদ পূর্বপাড়া গ্রামের মোঃ সামছুল আলমের মেয়ে মোছাঃ সাবিনা আক্তার (২৮) বিয়ের দাবিতে প্রেমিক
মোঃ আবুল কালামের বাড়িতে গত শনিবার বিয়ের দাবিতে সকাল ৮ঘটিকায় অবস্থান করেন। অবস্থান কালে এক সন্তানের জননী সাবিনা আক্তার সেই প্রমিকার পরিবারের হাতে মারধরের স্বিকার হয়। এক পর্যায়ে তার কাছে থাকে ভ্যানিটি ব্যাগ, একটি স্মার্ট ফোন, ও একটি বাটন ফোন, নগদ টাকা কেড়ে নেয়। পরে তাকে প্রেমিকার পরিবার একটি ব্যাটারিচালিত গাড়িতে করে সাবিনার মায়ের বাড়িতে পৌছে দেয়। সাবিনার সাথে কথা বললে তিনি বলেন, প্রায় চার পাঁচ বছর ধরে আমার সাথে আবুল কালাম এর প্রেমের সম্পর্ক, তিনি আমার স্বামি সন্তান থাকতে তার সাথে ফোন দিনের পর দিন কথা হতো, এবং এক পর্যায়ে শারিরীক সম্পর্ক হয়। সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে, স্বামীকে তালাকে দিতে বলে। আমি তার কথা মতো আমার স্বামীকে তালাক দিয়ে, সন্তানকে রেখে, তার কাছে ছুটে যায়।
পরে সে আমাকে অস্বিকার করে বিয়ে করতে। আমি আইন এর আশ্রয় নেই, নারী ও শিশু নির্যাতনের মামলা করি। গত কয়েক দিন আগে ফোনে কথা বললে, সে আমাকে মামলা তুলে নিতে বলে, তারপর সে আমাকে বিয়ে করবে বলে প্রস্তাব করে। আমি তাকে বিশ্বাস করে তার বাড়িতে যাই বিয়ের প্রস্তাবে নিয়ে, পরে তার বাড়িতে গেলে, তার বাড়ির লোক আমাকে মেরে, আমার বোরকা, স্ক্যাপ ছিড়ে ফেলে, মার ধরের এক পর্যায়ে আমার ভ্যানিটি ব্যাগ, স্মার্ট ফোন, বাটন ফোন, ও নগদ অর্থ হাতিয়ে নেয়। আমি তার সঠিক বিচার চাই। প্রেমিক আবুল কালাম এর সাথে কথা বললে, তিনি বলে আমি কখনো তাকে এই সব প্রস্তাব দেয়নি, এবং সব কথা মিথ্যা সব কিছু সাজানো নাটক বলে তিনি বলেন তার পরিবার দাবি করেন।
Leave a Reply