মো.কামরুল ইসলাম : ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কে বিকৃত ও মুক্তিযুদ্ধাদের নিয়ে কটাক্ষ করা ও কোটা বহাল রাখার দাবীতে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সহযোগী সংগঠন,বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধা সন্তান সংসদ মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলনকারীরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃতি ও মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে এবং মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবীতে মঙ্গলবার বেলা ১১ টায় আলফাডাঙ্গা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা শাখার সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলম। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন তারা, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো.কামরুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফকির মোহাম্মদ এনায়েত হোসেন। মানববন্ধনে বক্তারা বলেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে একটি চক্র অপরাজনীতি ও জণভোগান্তির সৃষ্টি করছে যারা তাদের মূল হোতাদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির এবং বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে বলে দাবি জানান।
Leave a Reply