এস.এম.জয়, বগুড়া:
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ এবং হামলার ঘটনায় এবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছে। সোমবার রাত ১০টার দিকে কলেজ চত্বরে এ বিক্ষোভ করেন। এই কর্মসূচি প্রায় এক ঘন্টা ব্যাপী চলে। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা গণমাধ্যমে কোন কথা বলতে রাজি হননি। তবে আগামীকাল তারা আবার কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন তারা৷
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে কোটা সংস্কার দাবিতে সংক্রান্ত সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে। এছাড়া নানা ধরণের স্লোগান দিতে গেছে বিক্ষোভ মিছিলে।
সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘কোটা একটি অভিশাপ। স্বাধীনতার ৫৩ বছর পরও ৫৬ শতাংশ কোটা একটি অনায্য ব্যবস্থাপনার ফল। আমরা চাই সরকার কোটা সংস্কার করে একটি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুক।’
এছাড়াও সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান তারা।
Leave a Reply