মো: আমানউল্লাহ, বগুড়া জেলা প্রতিনিধি: ১৪ জুলাই রোজ রবিবার বেলা ১২ ঘটিকায় বগুড়া জেলার প্রাণকেন্দ্র সাতমাথায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্র হয়। সরকারি চাকরির সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে আইন প্রনয়ণের ব্যাপারে দাবি তুলে ধরা হয়। শিক্ষার্থীদের দাবী হচ্ছে, সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যয্যতার ভিত্তিতে নূন্যতম পর্যায়ে ( সর্বোচ্চ ৫%) করে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবি তুলে ধরেন। শিক্ষার্থীরা আরও বলেন, রাজপথে ঝড়, বৃষ্টি ও খরতাপের মধ্যে আন্দোলন করে জনদূর্ভোগ সৃষ্টি করতে চায় না। সেখান থেকে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যেতে চান। শিক্ষার্থীদের দাবী আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দেওয়া। অন্যথায় বৈষম্যমুক্ত ও মেধাভিত্তিক বাংলাদেশ নির্মাণে সর্বাত্মক আন্দোলনে ঝাপিয়ে পড়ার হুমকি শিক্ষার্থীদের। পরে বিক্ষোভ শেষে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে অগ্রসর হন জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য।
Leave a Reply