1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শিশুর অধিকার প্রতিষ্ঠায় ও শিশুশ্রম বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সেনা অভিযানে রাজশাহীর ‘সন্ত্রাসী সাংবাদিক’ জুলু গ্রেপ্তার-অস্ত্র উদ্ধারে ১০ দিনের রিমান্ড আবেদন ফুলপুরে কাবিটা কর্মসূচির আওতায় ৩০০০ ফুট সলিং রাস্তার পরিদর্শন করলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দখল পাল্টা দখল : নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে অচলাবস্থা কাটছে না এনাম মেডিকেল কলেজে কর্মচারীদের দাবি আদায়ে কর্মবিরতি, কর্তৃপক্ষের আশ্বাসে ফের স্বাভাবিকতা বাংলাদেশের যে সংবিধান রয়েছে এটি আঃলীগ বিধান- হাসনাত বগুড়া ডিবি পুলিশের অভিযানে তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দানকারী গ্রেফতার বগুড়ায় ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা আদায়, এপিবিএন সদস্যসহ ছয়জন আটক কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন জরুরী বিভাগে ডিউটি রেখে পাইভেট চেম্বারে ব্যস্ত ডা. শিপলু সরকার

শিশুর অধিকার প্রতিষ্ঠায় ও শিশুশ্রম বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪, ৬:০৩ অপরাহ্ণ

নাহিদা আক্তার পপি বিশেষ প্রতিনিধি: শিশুর অধিকার প্রতিষ্ঠায় ও শিশুশ্রম বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। ঢাকার তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)- তে অনুষ্ঠিত শিশুশ্রম প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি এ মন্তব্য করেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করে সকল শ্রেণি পেশার মানুষের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করে চলেছে।

শিশুশ্রম বন্ধে সরকারের বহুমুখী পদক্ষেপ রয়েছে, যার মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানসমূহে তাদের নিয়মিত পরিদর্শনের পাশাপাশি বিশেষ পরিদর্শন, আকস্মিক পরিদর্শন, উদ্বুদ্ধকরন সভা ও সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালিত করছে।

এছাড়াও জাতীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় এমনকি মাঠ পর্যায়েও সরকারি-বেসরকারি সংস্থা, দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধি, NGO প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কমিটি শিশুশ্রম নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার।

এই তরুণ শিক্ষার্থীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে, দেশের প্রশাসন চালাবে ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়ন করতে পারবে বলে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে জানান।

গত কয়েক দশকে বাংলাদেশ শিশুশ্রম নির্মূলে অবিশ্বাস্য উন্নতি করেছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেন আমাদের দেশে জীবন-জীবিকার তাগিদে অনেক অভিভাবকই, শিশুদের শ্রমে বাধ্য করছে। বিদ্যালয়ের প্রতি অনীহা, সচেতনতা ও প্রচার প্রচারণার অভাব, অভিভাবকদের শিশুসন্তানের মাধ্যমে উপার্জনের মানসিকতাসহ নানা কারণে শিশুশ্রম নিয়ন্ত্রন করতে সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও এখনো শিশুশ্রম পুরোপুরি বন্ধ হয়নি । তবুও আমরা বলতে চাই সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে শিশুশ্রমকে না বলব ও শিশুশ্রম বন্ধে সবাই একযোগে কাজ করে যাব।

তারুণ্যের জয়গানের পক্ষে দেশের সামাজিক সংকট নিরসনে এবং তার অগ্রগতিতে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, যেভাবে আজকের এই অনুষ্ঠানে তারা সুন্দর জাতি গঠনে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলেছে। সবশেষে প্রতিমন্ত্রী মহোদয় শিশুশ্রম নিরোধ নিয়ে আজকের প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত দলসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রতিযোগিতার আয়োজক সংগঠক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুর রহিম খান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ও এনজিওর প্রতিনিধিবৃন্দ ও সরকারি উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজকের বিতর্ক প্রতিযোগীতায় কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ পুলিশ স্মৃতি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com