নিজস্ব প্রতিবেদক: দেশ ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিশেষ ভূমিকা ভিত্তিক “আন্তর্জাতিক মডেল জাতিসংঘ” বরাবর মেইলে চিঠি প্রেরণ করলে উক্ত চিঠি মোতাবেক “ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড” সংস্থা দ্বারা ২জন ব্যক্তিকে জাতিসংঘের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেন। তারমধ্যে প্রথম সদস্যপদ প্রাপ্তি হন জনাব, নুর কামাল। প্রতিষ্ঠাতা ও পরিচালক- ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড। দ্বিতীয় সদস্যপদ প্রাপ্তি হন জনাব, মোঃ সাগর। আইসিটি কর্মকর্তা- ওয়েদার এন্ড ক্লাইমেট চেইঞ্জ গ্রীন হাউস ইফেক্ট লিমিটেড।
উল্লেখিত ব্যক্তিগণ বলেছেন যে, তারা নিজেদেরকে দেশ ও বিশ্বে পরিচিত করতে চাই না। তারা চাই মানবতার উন্নয়ন গতিবিধি বৃদ্ধি করতে যাদের সহযোগিতা প্রয়োজন তাদের কাছে গিয়ে মাথানিচু করে মানব কল্যাণের অবকাঠামো সকল সমস্যা নিয়ে কাজের কথা বলা। ঠিক উক্ত বার্তা অনুসারে গত ৬, ৭ জুলাই ২০২৪, ২দিন তাদের সাথে অনলাইন ভার্চুয়াল সম্মেলন করেন “আন্তর্জাতিক মডেল জাতিসংঘ। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় ৭৩টি দেশের প্রতিনিধিগণ। ৭’ই জুলাই সম্মেলন পরিশেষে একে অপরের পরিচয় প্রকাশ করে সম্মেলনটি শেষ করেন। পরবর্তী ১২ জুলাই ২০২৪, রাত ১২:টা ৩৫মিনিটের দিকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মডেল জাতিসংঘের অফিসিয়াল মেইল দ্বারা “প্রতিনিধি সার্টিফিকেট” অর্জন করেছেন তারা ২জন।
তারা আরো বলেন যে, আমরা আগামী ৩মাসের মধ্যে আন্তর্জাতিক ও দেশের সার্বিক সহযোগিতায় অত্র সংস্থা হতে প্রায় ৩০০ জন কর্মী উন্নয়নশীল একটি দেশে পাঠানোর সম্পূর্ণ প্রস্তুতি চালাচ্ছি। এতেই দেশের রেমিট্যান্স যুদ্ধার হার বৃদ্ধি পাবে, পাশাপাশি পুরো বিশ্বে জলবায়ু পরিবর্তনও ঘটবে। এর কারণ আমাদের সংস্থা হচ্ছে একটি পরিবেশবাদী সংস্থা। যে সংস্থার মূল কাজ হচ্ছে বৃক্ষরোপণ। বর্তমান সংস্থাতে সদস্য এবং কর্মী রয়েছে প্রায় ২২’শতাধিক। সংস্থার প্রদান মিশন “রক্তচন্দন” চারা রোপণ। যে গাছের বর্তমান বাজার মূল্য কেজিতে প্রায় ১২ হাজার টাকা। রক্তচন্দন এটি একটি ভেষজ ঔষধি গাছ। এটি বিভিন্ন রোগ প্রতিকার করে। গাছটি নিয়ে প্রাথমিক সকল প্রশ্ন-উত্তর আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। দেখতে ভিজিট করুন www.wccghel.com এরপর ম্যানুতে দেখা যাবে “বিভিন্ন তালিকা” নামক একটি অপশন, সেখানে ক্লিক করলে সিরিয়াল দ্বারা দেখা যাবে “রক্তচন্দন গাছ নিয়ে প্রশ্ন/উত্তর” এর ওপর ক্লিক করা মাত্রই দেখা মিলবে রক্ত চন্দন নিয়ে প্রায় ১২টি প্রশ্ন ও উত্তর মালা। এইভাবে তারা তাদের এগিয়ে যাওয়ার বর্ণনা করে দেশের সকল জনগণের দোয়া চাই এবং সরকার হতে মানব কল্যাণ মূলক প্রত্যেকটা প্রস্তুতিতে সার্বিক সহযোগিতা কামনা করেন।
Leave a Reply