নিজস্ব প্রতিবেদকঃ গত ১০ জুলাই ফ্রি- স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মিরাকেলের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মিরাকেলের সেবা গ্রহনকারী ও সুধীজনরা অংশ গ্রহণ করে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা জুলকার নাইনের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুব আরা দুলু, অর্থ সচিব মোঃ ফারুকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন( ডিইউজের) সিনিয়র সদস্য শিকদার আব্দুস সালাম উপস্থিত ছিলেন। দিন ব্যাপী মিরাকেলের সেবা গ্রহনকারী ও দায়িত্ব প্রাপ্তরা নেচে গেয়ে দিবসটি পালন করেন। এ স সময় আরজেএফ চেয়ারম্যান মিরাকেলের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন এবং মিরাকেলের সংবাদাতাদের ধন্যবাদ জানান।
Leave a Reply