নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার মুলাদী উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লুৎফর রহমান বাঘা ও অন্যান্য সদস্যদের প্রয়াত স্বজনদের স্মরণ সভার আয়োজন করে সামাজিক সাংস্কৃতিক সংগঠন আলোকিত মুলাদী। গত ১০ জুলাই নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ রেজাউল করিম মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলোকিত মুলাদীর প্রধান উপদেষ্টা মোঃ মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন মুলাদী উপজেলা আঃ লীগের সহ- সভাপতি ও চরকালেখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ মোহসীন উদ্দিন খান। স্মৃতিচারনমুলক বক্তব্য রাখেন আলোকিত মুলাদির কার্যকরী সভাপতি অধ্যাপক এস, এম আলী আজম, প্রয়াত লুৎফর রহমান বাঘার সুযোগ্য সন্তান ও ঢাকা ওয়াসার উপ- প্রধান রাজস্ব কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী। রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, আলোকিত মুলাদীর মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ আরিফ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলোকিত মুলাদীর সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন আলোকিত মুলাদীর সহ- সভাপতি ড, নাজমুল আহসান মুরাদ। স্মরণ সভায় সকলের বিদেহী আত্বার মাখফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply