মো: খোরশেদ আলম,সাতকানিয়া প্রতিনিধি:
১১জুলাই (বৃহস্পতিবার) সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ও লাইসেন্স নবায়ন না করার দায়ে অল কেয়ার হাসপাতাল, হেলথ কেয়ার হাসপাতাল ও রাবেয়া মেমোরিয়াল হাসপাতাল কে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮০ এর সংশ্লিষ্ট ধারায় যথাক্রমে ৩০০০/ টাকা,৪০০০/-টাকা ও ৪০০০/-জরিমানা দন্ড প্রদান করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের দায়ে মা-শিশু জেনারেল হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০০০০/- টাকা জরিমানা দণ্ড প্রদান করা হয়। মোট জরিমান ২১,০০০/-এই সময় আরো কয়েকটি হাসপাতালকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে দিকনির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতকানিয়া, জনাব ফারিস্তা করিম।
অভিযানে সহযোগিতা করেন ডা. রায়হান ছিদ্দিকী, মেডিকেল অফিসার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাতকানিয়া।
Leave a Reply