শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার জেলার কর্মকর্তা -কর্মচারী ও যুব সংগঠকদের সাথে যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা এর যুগ্ম সচিব ও পরিচালক(বাস্তবায়ন, মনিটরিং ও যুব সংগঠন প্রিয়সিন্ধু তালুকদারের মত বিনিময় সভা ও পরিদর্শন সম্পন্ন। রোববার (৭ জুলাই) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজারে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তর,মৌলভীবাজারের উপপরিচালক ফরহাত নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রিয়সিন্ধু তালুকদার (যুগ্মসচিব) পরিচালক (বাস্তবায়ন, মনিটরিং ও যুব সংগঠন) যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা। তিনি যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রশিক্ষণ পরিদর্শন ও প্রশিক্ষনার্থীদের ক্লাসে প্রশিক্ষণের চাহিদা, সুবিধা, অসুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজারের উপপরিচালক ফরহাত নূর বলেন, মৌলভীবাজার জেলা ও উপজেলা কার্যালয়ে জনবল ও সরকারি যানবাহন সংকট বেশি। তথাপি অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও যুব সংগঠন প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে আগামী দিনগুলোতে যুব কার্যক্রমকে আরো বেগবান করা হবে।
উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক, ইকবাল নাছির খান,৭নং চাদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান,আকতার উদ্দীন,দৈনিক ঘোষণা মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ, যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের মান উন্নয়ন, প্রতিবন্ধকতা, উদ্যোক্তা তৈরি ও আনুসাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন বক্তরা।
Leave a Reply