বিশেষ প্রতিবেদক: দুর্নীতিগ্রস্থ খাতের মধ্যে অন্যতম ভূমি অফিস এটা প্রায় সকলেরই জানা। নারয়নগঞ্জ জেলার শিদ্দিরগঞ্জ ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ফরিদ সাহেবের দাবিকৃত ৩০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় চারবার খারিজ বাতিল করার অভিযোগ পাওয়া যায়।
নাম জারি আবেদন নাম্বার ৯৬৯৪৭৫৫, কেইস নং-৮৮২৩, ২০২৩-২৪ এর আবেদনকারী প্রতিনিধি মোঃ আবু ইউসুফ জানান, সিদ্দিরগঞ্জ এসিল্যান্ড অফিসের নোটিশবোর্ডে লেখা নামজারি খরচ বাবদ ১১৭০ টাকা সরকার কর্তৃক নির্ধারিত হওয়ায় তিনি তহশিলদার ফরিদের দাবিকৃত ৩০ হাজার টাকা ঘুষ দিতে রাজি না হওয়ায় তাকে প্রায় ২মাসে চারবার খারিজের আবেদনটি বাতিল করেন। শুধু মোঃ ইউসুফ নয় ,তহশিল অফিসে সেবাগ্রহীতা ভুক্তভুগি অনেকেই ক্ষুব্ধ পতিক্রিয়া ব্যাক্ত করেন। সেবা প্রার্থীদেরকে অনৈতিকভাবে হয়রানির হাত থেকে রেহাই দেওয়ার জন্য অভিযুক্ত তহশিলদার ফরিদের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট ভূক্তভোগীরা জোর দাবি জানান।
Leave a Reply