নিউজ ডেস্ক: বাংলাদেশ সড়কপরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর নব নিযুক্ত চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল কে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন, ঢাকা মহানগর উত্তর শাখার কার্যকরী সভাপতি মো: মাহবুবুর রহমান জিসান, সাধারণ সম্পাদক বি.এম মনির হোসেন, সুশান্ত আর্চায্য, মো: নাইমুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন বিআরটিএ এর নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল এর সার্বিক কর্মযজ্ঞে পরিবহন সেক্টরে শ্রঙ্খলা ফিরে আসবে এবং পরিবহন শ্রমিকদের ন্যয্য দাবি বাস্তবায়ন হবে। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে সমস্যা সমাধান করা হবে বলে বিআরটিএ এর চেয়ারম্যান আশা করেন। নেতৃবৃন্দ বিআরটিএ এর নবনিযুক্ত চেয়ারম্যান এর সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।
Leave a Reply