নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মসজিদ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মাদকমুক্ত করতে হলে প্রশাসনকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে। তার পাশাপাশি শীর্ষ রাজনৈতিক দলগুলো বর্ডার এলাকায় যাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন দেবেন তাদেরকে দুর্নীতি ও মাদকমুক্ত হতে হবে। আমরা যদি সারা বাংলাদেশে মসজিদ কেন্দ্রীক প্রচারণা শুরু করতে পারি তাহলে এদেশে মাদকের পাশাপাশি দুর্নীতিও থাকবে না। এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে মহাপরিকল্পনা করে সারাদেশের মসজিদ থেকে কাজ শুরু করলে সুফল অনেক ক্ষেত্রে পাওয়া যাবে।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসকে শুধু দিবসের মাঝে সীমাবদ্ধ না রেখে সারা বাংলাদেশে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে মসজিদ ও ইমামের কোন বিকল্প নেই।
বাংলাদেশ মসজিদ ফাউন্ডেশন এর আয়োজনে এবং বাংলাদেশ এডুকেশন ক্লাব ও বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির সহযোগিতায় নাভানা আর্ডেন, কাকরাইল, ঢাকায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস- ২০২৪ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মসজিদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যক্ষ এম.শরীফুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইনশিওরেন্স কোম্পানি লিমিটেড এর ডিএমডি (উন্নয়ন) ও বাংলাদেশ মসজিদ ফাউন্ডেশনের আজীবন সদস্য আশরাফুজ্জামান আমজাদ, বীর মুক্তিযোদ্ধা আবু সালেক ফিরোজ মল্লিক, মো. মঞ্জুর হোসেন ঈসা, এ.জি.আহমেদ মুকুল, রাহী রহমান রাজন, মাওলানা আলতাফ হোসেন মোল্লা, শাহ ওলিউল্লাহ ফরহাদ, মো.তাজুল ইসলাম সহ প্রমুখ।
Leave a Reply