আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহত কাজী ফারুকের হত্যাকারীদের বিচার এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২৯ জুন) সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত আলিপুর, বাহেরচর, নজরপুর, চেঙ্গাতলী এবং দিলারপুর গ্রামের হাজারো নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেয়। এসময় বিগত সময়ে হত্যাকান্ডের শিকার হওয়া পরিবারের সদস্য এবং এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এর আগে (১৯ জুন) বুধবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিপুর গ্রামের ইসমাইল হোসেন কোম্পানী গ্রুপের এলোপাথারী টেঁটা এবং গুলির ঘটনায় আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামের খলিল মিয়ার ছেলে কাজী ফারুক আহমেদ (৪৫)। এই ঘটনায় আরো বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। এর পর থেকেই এলাকায় চাঁপাখোব বিরাজ করছিলো।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই আলিপুর এলাকার ইসমাইল কোম্পানী এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত ১ যুগে অন্তত অর্ধ ডজন হত্যাকান্ড সংগঠিত হয়েছে। এদিকে মানববন্ধনে অংশ নিয়ে নিহত ফারুকের স্রী তার স্বামীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানিয়েছেন। অশ্রুসিক্ত কন্ঠে তিনি আরো বলেন আমার স্বামীর মত আর কোন সন্তান যেন এই বয়সে বাবা হারা না হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন এই ইসমাইল বাহিনীর হাতে এ পর্যন্ত ৬ জন মানুষ নিহত হয় বাহেরচরের বর্জিন, কোম্পানির বাড়িতে কাজ করতে আসা চাঁদপুরের ইমান আলী,জুবায়ের নজরপুর,দুলাল নজরপুর, আলিপুরের কাজী ফারুক, আলিপুর গ্রামের শহরবানু। এ সময় বক্তব্য দিতে গিয়ে কাজী কুদ্দুস, শাজাহান মনা, আরমান কাজী, আজমল, নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির প্রমুখ। উপস্থিত বক্তারা সকলের উদ্দেশ্যে বলেন এ আলিপুর গ্রামে আমরা দেখেছি টেটা দিয়ে যুদ্ধ করতে, অস্ত্র কি জিনিস আমরা জানতাম না। ইসমাইল কোম্পানি নৌকার মাঝি তার ছেলে ইব্রাহিম বিদেশ থেকে টাকা দিয়ে মানুষের ঘরবাড়ি লুটপাট করায়, বছর না যেতে যেতে তারা মানুষকে হত্যা করে নিজেদের আধিপত্য বিস্তার করতে এখন অবৈধ অস্ত্র আলিপুর নজরপুরে তারা প্রবেশ করিয়েছে প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে কঠোর বিচার নিশ্চিত করে তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে, নজরপুর ইউনিয়নকে সন্ত্রাসমুক্ত করার অনুরোধ দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply