কামরুজ্জামান রুবেল , নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে জুন মাস উপলক্ষে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষে তোর-জোর চলছে। বেশ কিছুদিন যাবৎ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের পরিশোধ করার জন্য মাইকিং সহ বিদ্যুৎ বিলের কাগজে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার তাগিদ দিয়ে আসছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এরইমধ্যে সংশ্লিষ্ট লোকজন বাড়ি বাড়ি গিয়ে বকেয়া বিদ্যুৎ বিলের তালিকা অনুযায়ী বকেয়া বিদ্যুৎ বিল আদায় করছে এবং বকেয়া বিদ্যুৎ বিল আদায় না হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করন অভিযান পরিচালনা করছে।
তারই ধারাবাহিকতায় সোমবার (২৪জুন) দুপুরে
পৌরসভার ১নং ওয়ার্ড কাঠলীপাড়া এলাকায় উক্ত অভিযান পরিচালনা করার সময় বকেয়া বিদ্যুৎ বিল চাইলে, গ্রাহক বকেয়া বিল পরিশোধ না করে উল্টো অভিযান পরিচালনা কর্মীদের উপর ধারালো দা নিয়ে ধাওয়া করে বলে অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের কর্মকর্তা বিপ্লব সরকার জানান, কাটলীপাড়া গ্রামের মৃত খুরশেদ আলী ফকিরের ছেলে বাককেম ফকিরের কাছে গত ৫ মাসের ৭ হাজার ১শত ৯১টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে। বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ব্যর্থ হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎ অফিসের লোকজনকে ধাটালো দা নিয়ে ধাওয়া করে বাককেম ফকির ও তার ছেলে ফাহাদ।
খোঁজ নিয়ে জানা যায়, সংশ্লিষ্ট লোকজন খবর পেয়ে ডি.জি.এম. বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম সহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে।
সোসাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন নান্দাইল পল্লী বিদ্যুতের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়জুর রহমান সহ পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাককেম ফকিরের বাড়িতে বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে গেলে বাককেম ফকিরের ছেলে ফাহাদ আবারও তেড়ে আসে। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যের হস্তক্ষেপে বিদ্যুৎ অফিসের লোকজন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে।
Leave a Reply