মোঃ আবুল খায়ের: কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিভাগে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পেলেন ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ইসরাত জাহান তাসফী। পারফরমেন্স রেকর্ড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিম এর আওতায় ২০২২ এবং ২০২৩ সালের কর্মসূচিতে এ পুরস্কার প্রাপ্ত হন। তাসফী এসএসসি পর্যায়ে মানবিক শাখায় এই পুরস্কার প্রাপ্ত হন। তাসফী শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার পাওয়ায় স্কুলের সভাপতি, শিক্ষক মন্ডলী, সহপাঠি ও শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। তাসফীর পিতা- মোঃ আবুল কাশেম প্রবাসী ও মাতা- হালিমা খাতুন একজন সু-গৃহীনি।
Leave a Reply