এস.এম.জয় বগুড়া : বগুড়ায় ঈদের দিন আলোচিত জোড়া খুনের মামলায় বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠুসহ চার আসামির প্রত্যেকের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপর তিন আসামি হলো-শেখ সৌরভ, নাঈম হোসেন ও ছাত্রলীগ নেতা আজবীন রিফাত। আদেশে মিঠু ও রিফাতের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
সোমবার (২৪শে জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শাহিনুজ্জামান গ্রেফতারকৃত এই আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করেন।
Leave a Reply