ইব্রাহিম হোসেন লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে মানবিক কর্মসূচি সহায়তার আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তের (ডিডিএম) অর্থায়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও দরিদ্র ১৪৯ টি পরিবারের মাঝে দেড়শ বান্ডেল ঢেউটিন ও সাড়ে ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা অডিটোরিয়ামে সুবিধাভোগীদের হাতে ঢেউটিন ও চেক তুলে দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহফুজুর রহমান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থসহ ১৪৯ টি পরিবারের মাঝে ১৫০ বান্ডেল ঢেউটিনসহ সাড়ে ৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১ বান্ডেল টিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
Leave a Reply