ইব্রাহিম হোসেন লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে মাদক ও ইমো হ্যাকার মুক্ত ছাত্র সমাজ গঠনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রনেন রায়, সাধারণ সম্পাদক মজিবর রহমান, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তুজা লিলি প্রমূখ।
এর আগে লালপুর ও বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির মত বিনিময় সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
Leave a Reply