আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকাল ৫ টায় নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন,এ সময় তিনি বলেন, জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। এ সংগঠনের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, অর্জন ও গৌরবের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে নরসিংদী জেলা আওয়ামীলীগ। অন্যান্য বারের চেয়ে এবার প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। তাই আগামী ২৩ জুন সর্বোচ্চ সংখ্যক দলের নেতাকর্মী উপস্থিত থেকে দিবসটি উদযাপন করার জন্য আহবান জানান তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খোকা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি মনতাজ উদ্দিন ভূঁইয়া, প্রচার সম্পাদক রঞ্জন সাহা, নতুন জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম।
নরসিংদী জেলা তাঁতী লীগের সভাপতি কায়কোবাদ হোসেন কানু, নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ রিপন সরকার,নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মোহাম্মদ মনজুর, নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল হোসেন সরকার প্রমুখ।
Leave a Reply