শাহাদাৎ হোসেন সরকারঃ
খুন জখম আর সন্ত্রাসী কর্মকান্ড ও কিশোর গ্যাং আতংকে আশুলিয়ার প্রত্যেকটি পাড়া মহল্লা।
প্রায় প্রতিনিয়তই আশুলিয়ার বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে অজ্ঞাত লাশ। তবে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে যথেষ্ট সচেতন, তার পরও থেমে নেই এধরনের অপরাধ।
ঈদুল আজহাকে সামনে রেখে পুর্বশত্রুতার জেরে ১৫/০৬/২৪ ইং তারিখ রাতে আশুলিয়া ভাদাইল সাধু মার্কেট এলাকায় সন্ত্রাসী জাকির হোসেন ঘটিয়েছে একটি মর্মান্তিক দুর্ঘটনা।
জানা যায় হত্যার উদেশ্যে পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আগাত সহ মাথায় আঘাত করে এক যুবককে আহত করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে জাকির ।
এবিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফরিদ মিয়া ।
অভিযোগ সুত্রে জানা যায় মোঃ ফরিদ মিয়া (২৫) গাইবান্ধা জেলা থেকে এসে আশুলিয়ার ভাদাইল সাধু মার্কেট এলাকায় বাসা ভাড়ায় থেকে চাকুরী করেন।
ফরিদ মিয়া জানান ঐদিন জাকির হোসেন আমাকে মারধর করে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
আশুলিয়া থানায় অভিযোগ দায়েরের পর থেকে জাকির হোসেন আমি সহ আমার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দিচ্ছে আমরা আতঙ্কে রয়েছি।
এলাকাবাসী বলছেন জাকির হোসেন একজন খারাপ প্রকৃতির লোক ভাদাইল সাধু মার্কেট একটি অফিস নিয়ে বিভিন্ন অপরাধ করে এলাকায় আতংক সৃষ্টি করেছে।
জাকির হোসেন প্রায় প্রতিনিয়তই ঘটাচ্ছে মারধর সহ এধরণের বিভিন্ন ঘটনা, জাকিরের ভয়ে ও আতংকে এলাকা ছাড়তে শুরু করেছে ভাড়াটিয়ারা।
দোকান সহ ব্যবসা ছাড়তে শুরু করেছে দোকানিরা,তারা আরও জানান স্থানীয় প্রভাবশালীদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন জাকির এমটাও বলছেন অনেকে যা দেখার কেউ নেই।
জাকির ইতিপূর্বেও এই এলাকায় এধরণের অনেক ঘটনা ঘটেিয়েছে তার বিরুদ্ধে আশুলিয়া থানা সহ বিভিন্ন থানায় রয়েছে একাধিক মামলাসহ অভিযোগ।
এব্যপারে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন উপপরিদর্শক আশুলিয়া থানা বলেন অভিযোগ পেয়েছি এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে, আইন অনুযায়ী গ্রহণ করা হবে কঠোর ব্যবস্থা।
ভুক্তভোগী পরিবার বলছেন অভিযোগ দায়ের প্রায় এক সাপ্তাহ পার হলেও এখনো নেওয়া হয়নি মামলা আতংকে রয়েছি আমরা।
Leave a Reply