লোহাগাড়া( চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যুবলীগ নেতা তৌহিদ কর্তৃক রাতের আধাঁরে প্রবাসীর জায়গা জবর দখল করার সংবাদ সম্মেলন করে!থানায় অভিযোগ করেও প্রতিকার পায়নি ভুক্তভোগী। জবর দখলের প্রতিবাদে প্রবাসীর স্ত্রী আনছার খানম লোহাগাড়ার স্থানীয় একটি হোটেলে ২০ জুন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে প্রবাসী নুরুল কাদেরের স্ত্রী আনছার খানম লিখিত বক্তব্য পাঠ করেন।বক্তব্যে তিনি বলেন,
আমি নিম্নস্বাক্ষরকারী প্রবাসী নুরুল কাদেরের স্ত্রী হই। বিগত ১৮/০১/২০০৯ইং তারিখে আধুনগর সাফ-রেজিস্ট্রি অফিসে ১২৮নং দলির মূলে বশির আহমদ, পিতা- মৃত আমির হামজা, সাং- লোহাগাড়া এর নিকট হইতে ০৭ শতক জায়গা আমার স্বামী সৌদি আরব প্রবাসী নুরুল কাদেরের নামে খরিদ করি। একই বছর ক্রয়কৃত জায়গার চারদিকে ১০ ফুট উচ্চতার সীমানা প্রাচীর নির্মাণ করে যা এখনো স্থিত আছে। ২০০৯ইং সাল হইতে আমরা ক্রয়কৃত জমির খাজনা পরিশোধ করে ঐ জায়গায় দখলে আছি। জায়গাটি লোহাগাড়া সদর ইউনিয়নের ০২নং ওয়ার্ড লোহাগাড়া নজমুন্নিছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ ফুট পশ্চিম-দক্ষিণে অবস্থিত। আমি ও আমার স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করায় আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাতের আধাঁরে নামধারী স্থানীয় যুবলীগ নেতা মোঃ তৌহিদুল হক (৪০), পিতা- মৃত জেয়াবুল হক, আমার স্বামীর ক্রয়কৃত জায়গার একাংশে গেইটের তালা ভেঙ্গে ও গাছ কেটে পানি চলাচলের নালা নির্মাণ করে। যা আমরা আত্মীয়-স্বজনদের মাধ্যমে জানতে পারি। সে জায়গা দখল করে এবং আমাদেরকে উক্ত জায়গায় প্রবেশে বাধা প্রদান সহ জানে মেরে ফেলার হুমকি প্রদান করে। পরবর্তীতে গত ১৪/০৬/২০২৪ইং তারিখে আমি তৌহিদুল হক সহ ০৬ জনের নামে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি। আমার অভিযোগের প্রেক্ষিতে একাধিক বার লোহাগাড়া থানার পুলিশ তাদেরকে বৈঠকের জন্য ডাকলেও তারা হাজির হননি। বরং আমার স্বামীর ক্রয়কৃত জায়গার উপর দিয়ে গোপনে তৈরীকৃত পানি চলাচলের নালার পাশে স্থায়ী ভাবে চলাচলের রাস্তা নির্মাণের উদ্দেশ্যে তৌহিদুল হক রাতের আধারে মাটি ভরাট করে। বিগত ১৭/০৬/২০২৪ইং তারিখে ঈদুল আযহার দিন রাতের আধারে সকলের ব্যস্ততার সুযোগে তৌহিদুল হক তার দলবল নিয়ে আমার স্বামীর ক্রয়কৃত জায়গার চার পাশে দেওয়া সীমানা প্রাচীরের এক প্রান্তে গেইট ভেঙ্গে ও অন্য প্রান্তে সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। সেই সাথে আমার মূল্যবান গেইট চুরি করে। এতে আমরা আর্থিক ভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি। প্রবাসীর স্ত্রী আরো বলেন, আমার স্বামী প্রবাসে তাই প্রবাসীর স্ত্রী হওয়ায় আমি প্রভাবশালী ভূমিদস্যুদের কাছে অসহায়। সাংবাদিকদের মাধ্যমে আমি সরকার, মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি এবং আমার স্বামীর ক্রয়কৃত জায়গা বেআইনী ভাবে জোর পূর্বক দখলের নেতৃত্ব দেওয়া নামধারী যুবলীগ নেতা তৌহিদুল হকের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
Leave a Reply