আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গায় ৮ দলীয ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শালনগর ক্রিকেট একাদশ (লোহাগড়া) চ্যাম্পিয়ান হয়েছে। ১৯ জুন সকাল ১০টায় উপজেলার দিগনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিগনগর যুবসমাজের উদ্দোগে ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দিগনগর ক্রিকেট একাদশকে ৩০ রানে পরাজিত করে শালনগগর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন আলফাডাঙ্গা উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মনিরুল হক। আলফাডাঙ্গা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, নব নির্বাচিত উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান আছিয়া খানম মৌসুমি।
Leave a Reply